ঐশ্বরিয়ার বাড়িতে আগুনে আহত শাহরুখ, সালমানের প্রশংসা!
অনলাইন ডেস্ক
পর্দার নায়কগিরি বাস্তবেও নিয়ে এলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেজন্য আহতও হয়েছেন তিনি। তবে সবার কাছে বেশ প্রশংসা পাচ্ছেন। এমনকী সালমান খানও মুখ খুলেছেন এ ঘটনায়। বন্ধু শাহরুখকে মজা করে বলেছেন, শাহরুখই আসল নায়ক।
ঘটনা ঘটেছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসায়। সেখানে আয়োজন করা হয় দীপাবলির পার্টির। হঠাৎ ঐশ্বরিয়া রাই বচ্চনের ম্যানেজারের গায়ে আগুন লেগে যায়। সেই আগুনের হাত থেকে
তাকে বাঁচালেন শাহরুখ।
অর্চনা সদানন্দ দীর্ঘদিন ধরে ঐশ্বরিয়ার ম্যানেজার হিসেবে কাজ করছেন। সে দিনের পার্টিতে মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। হঠাৎই তার লেহঙ্গায় আগুন লেগে যায়। কাছেই ছিলেন শাহরুখ। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট দিয়ে আগুন নেভান তিনি।
যদিও ততক্ষণে হাত ও পায়ের ১৫ শতাংশ বার্ন হয়ে গিয়েছিল অর্চনার। সামান্য আহত হয়েছেন শাহরুখও। আপাতত নানাবতী হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অর্চনা।
শাহরুখের এই কাজের প্রশংসায় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সালমান খান। সেখানে ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখের গানের একটি দৃশ্য শেয়ার করে সালমান ভয়েস ওভারে বলেছেন, ‘হিরো উয়ো হ্যায়, যো আগ মে কুদকে, বুঝাকে, বঁচাতে হ্যায়’।