প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১১:২৭

শাকিবের বিরুদ্ধে উকিল নোটিশ

অনলাইন ডেস্ক
শাকিবের বিরুদ্ধে উকিল নোটিশ

ছয় বছর আগে ‘মাই ডার্লিং’ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক মনতাজুর রহমান আকবর। ছবির অর্ধেক শুটিং হওয়ার পর শাকিব খান-অপু বিশ্বাসের শিডিউল জটিলতায় ছবিটির কাজ শেষ করা যায়নি। এর মধ্যে এই দম্পতির সংসারে দ্বন্দ্ব ও বিচ্ছেদের কারণে বিষয়টি আরো কঠিন হয়ে পড়ে।

এদিকে কোটি টাকা লগ্নি করে ফেলেছেন প্রযোজক মনির হোসেন। পরিচালককে নিয়ে অপু আর শাকিবের সঙ্গে আলাদাভাবে বেশ কয়েকবার দেখা করেন প্রযোজক। কিন্তু কেউই শিডিউল দেননি।

শেষ পর্যন্ত অপু বিশ্বাসকে উকিল নোটিশ পাঠালে জবাবে অভিনেত্রী জানান, শাকিব শিডিউল দিলে তাঁর শিডিউল দিতে আপত্তি নেই। বিষয়টি ব্যক্তিগতভাবে শাকিবকে জানানো হলেও তাঁর তরফ থেকে কোনো সাড়া মেলেনি। বাধ্য হয়ে শাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মনির।

এ বিষয়ে মনির বলেন, ‘ছবিটি শেষ করতে চাই। এই ছবির সঙ্গে অনেক আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে। কারো মান-অভিমান বা দ্বন্দ্বের জন্য সেটা নষ্ট হতে দেব না। তাই এবার আইনি প্রক্রিয়ায় এর সমাধান চাই।’

উপরে