বোনকে ১৬ কোটির বাড়ি উপহার সালমানের
২০১৪ সালের ১৮ নভেম্বর এক বন্ধুর পার্টিতে গিয়ে আয়ূষ শর্মার সঙ্গে পরিচয় হয় অর্পিতা খান শর্মার। এরপর আয়ূষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অর্পিতা। হায়দরাবাদের নিজাম প্যালেসে বসে অর্পিতা এবং আয়ূষের বিয়ের আসর।
সালমান খান, আরবাজ খান এবং সোহেল খানের হাত ধরে আয়ূষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অর্পিতা। যে বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। কিন্তু এখানেই শেষ নয়। অর্পিতার বিয়ের পর তাঁকে ১৬ কোটির একটি রাজকীয় ফ্ল্যাটও উপহার দেন সালমান।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অর্পিতা খান শর্মা। ওই ভিডিওতেই নিজের রাজকীয় অ্য়াপার্টমেন্টের বেশ কয়েকটি ঝলক তুলে ধরেন সালমানের বোন।
সম্প্রতি গণেশ পূজার সময় বলিউডের বড় তারকাদের নিয়ে বাপ্পার আরাধনা সারেন অর্পিতা খান শর্মা। বোনের বাড়ির গণেশ পুজোয় হাজর হন সলমন খান। পাশাপাশি অর্পিতা খান শর্মার বাড়ির পূজায় বান্ধবীকে নিয়ে হাজির হন আরবাজও।
দেখা যায় আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকাকেও। কিন্তু আরবাজ এবং মালাইকা মুখোমুখি হলেও, তাঁদের মধ্যে কোনও কথা হয়নি।