বনি-শ্রাবন্তীর ‘বিয়ে বিয়ে খেলা’
বলিউড, টলিউড, ঢালিউড সব ইন্ডাস্ট্রিতেই বহুবার কম বয়সী নায়কের সঙ্গে অপেক্ষাকৃত বেশি বয়সী নায়িকাদের জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন টলিউডের দুই সময়ের দুই তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত।
অন্যদিকে ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ দিয়ে টলিউডে অভিষেক হয় বনির। দুই সময়ের এই ২ তারকাই এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন বড় পর্দায়। ছবির নাম ‘বিয়ে বিয়ে খেলা’। এটি পরিচালনা করবেন রাজা চন্দ। পারিবারিক গল্পের উপর তৈরি হয়েছে এর চিত্রনাট্য।
৫ বছরের কেরিয়ারে প্রেমিকা কৌশানি মুখার্জির সঙ্গে জুটি বেঁধে বেশি কাজ করেছেন বনি সেনগুপ্ত। কৌশানি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বনিকে নিয়ে তিনি খুবই পজেসিভ এবং পর্দায় একমাত্র বনির সঙ্গেই তার জুটি সবচেয়ে ভালো জমে।
তবে এবার জুটি পরিবর্তন হচ্ছে। নায়িকা হিসেবে নিজের চেয়ে বয়সে বড় শ্রাবন্তীকে পাচ্ছেন বনি। চলতি মাসেই শুরু হবে তাদের ‘বিয়ে বিয়ে খেলা’র শুটিং। কাজেই নতুন বছরে নতুন জুটির জন্য দিন গুনতে শুরু করেছে টলিউড।