প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৩

অষ্টম কথক নৃত্য উৎসব বসছে ছায়ানটে

অনলাইন ডেস্ক
অষ্টম কথক নৃত্য উৎসব বসছে ছায়ানটে

আগামী ২৪ থেকে ২৬ ডিসেম্বর ছায়ানটে শুরু হতে যাচ্ছে অষ্টম কথক নৃত্য উৎসব। তিনদিন ব্যাপী উৎসবের প্রথমদিনের সূচনা করবেন নৃত্য সারথী লায়লা হাসান।  ৬.০৫ মিনিট আলোক প্রজ্জ্বলন করবেন তিনি। অতিথিদের আসন গ্রহণের পর পুষ্পাঞ্জলি জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক- ১৪২৬ ‘মীনু হক’- কে প্রদান করা হবে।

অতিথি হিসেবে এদিন উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, গোলাম মোস্তফা খান, সেলিনা হক ও মুনমুন আহমেদ। এরপরই শুরু হবে 'নৃত্যানুষ্ঠান বিমূর্ত ছন্দের আকৃতি।' সাজু আহমেদ নৃত্য পরিচালনা করবেন।  মাহমুদা আখতার অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

দ্বিতীয় দিন থাকছে সেমিনার ও প্রবন্ধ পাঠ। সকালের অধিবেশনে সেমিনারের বিষয় গীত গোবিন্দে নৃত্য
ও পদ্মাবতীর কথা। পরে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. নিগার চৌধুরী। মূখ্য আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আমানুল হক, ড. শেখ মেহেদী হাসান।

এদিন সন্ধ্যার অধিবেশনে থাকছে অতিথিদের আসন গ্রহণ ও পুষ্পাঞ্জলি। অতিথি হিসেবে থাকছেন, নীলুফার ওয়াহিদ পাঁপড়ি, আফরোজা চৌধুরী লুবনা, ফাতেমা কাশেম। এরপর নৃত্যানুষ্ঠান পরিবেশনা করবে জাতীয় পর্যায়ের পুরষ্কারপ্রাপ্ত শিশু কিশোর শিল্পী। থাকছে নৃত্যনাট্য  শ্রী রাধার মানভঞ্জন। পরিবেশন করবে নূপুর নিক্কন, মৌলভীবাজার। 

তৃতীয় দিন সন্ধ্যার অধিবেশন। প্রথমেই অতিথিদের আসন গ্রহণ পুষ্পাঞ্জলি। অতিথি হিসেবে থাকছেন- দীপা খন্দকার, কাজল ইবধাহীম, আফরোজা কামাল গীতা। এরপরেই দলীয় ও একক কথক নৃত্য পরিবেশনা।

উপরে