প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৯ ১২:৪০

সালমানের সঙ্গে নাচলেন রাম চরণ-ভেঙ্কটেশ

অনলাইন ডেস্ক
সালমানের সঙ্গে নাচলেন রাম চরণ-ভেঙ্কটেশ

আজ শুক্রবার মুক্তি পেয়েছে দাবাং-থ্রি । এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সালমান খান। সম্প্রতি হায়দরাবাদে দাবাং-থ্রি সিনেমার প্রচারে গিয়েছিলেন এই অভিনেতা। সেখানে একটি অনুষ্ঠানে তিনি দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় অভিনেতা ভেঙ্কটেশ ও রাম চরণের সঙ্গে নেচেছেন। ‘মুন্না বদনাম হুয়া’ গানের তালে নেচেছেন তারা।

ইনস্টাগ্রামে নাচের ছবি প্রকাশ করেছেন রাম চরণ। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ‘মুন্না বদনাম হুয়া’ গানের বেল্ট খুলে নাচের স্টেপে তাল মিলিয়েছেন এই তিন সুপারস্টার। ক্যাপশনে দাবাং-থ্রি সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন রাম চরণ।

এই অভিনেতা লিখেছেন, সালমান খান, প্রভুদেবা, আমার ভাই কিচা সুদীপ, সোনাক্ষী সিনহা সহ পুরো দাবাং-থ্রি টিমের জন্য শুভকামনা। সিনেমাটি দেখার অপেক্ষায় আছি। দাবাং-থ্রি পরিচালনা করেছেন প্রভুদেবা। ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো রাজ্জো চরিত্রে আছেন সোনাক্ষী সিনহা। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। আরো অভিনয় করেছেন— আরবাজ খান, মাহি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

উপরে