‘দেব এখন অনেক পরিণত’
টলিউডের দুই দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দেব ও পাওলি দাম। ‘সাঁঝবাতি’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এ সিনেমা। এটি যৌথভাবে পরিচালনা করেছেন লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি।
পাওলির প্রশংসা করে দেব আরো বলেন, ‘‘এই সিনেমায় অভিনেত্রী পাওলিকে নতুন করে চিনলাম। সিনেমার জন্য পাওলি মার্ডারও করতে পারে। ওর মধ্যে এতটাই প্যাশন আছে। চিত্রনাট্য থেকে একটা লাইন বাদ গেলেও পাওলি ঝগড়া করবে। সেই লাইনটা এমনভাবে বলবে, পরে পরিচালকেরা বুঝতে পারবেন এই লাইনটা বাদ গেলে সিনেমার জন্য কি খারাপটাই না হতো! আমি আর পাওলি দু’জনেই দু’জনের সাইলেন্ট অ্যাডমায়ারার। পাওলির অভিনয়ের খিদেকে আমি শ্রদ্ধা করি। ‘সাঁঝবাতি’ সিনেমায় মানুষ চাঁদু আর ফুলির অন্য এক রোমান্স দেখতে পাবে।’’
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র চাঁদু ও ফুলি। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন দেব-পাওলি। দেবের প্রশংসা করে পাওলি বলেন, ‘‘চাঁদু চরিত্রের জন্য দেব জানপ্রাণে লড়েছে। ‘আই লাভ ইউ’-এর সময় থেকে দেবকে দেখছি। তখন আর এখনকার দেবের মধ্যে বিশাল পরিবর্তন। দেব এখন অনেক পরিণত।’’