প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৭

আবারও বাবা হলেন আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক
আবারও বাবা হলেন আতিফ আসলাম

পাকিস্তানি বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও বাবা হয়েছেন। এটি আতিফ-সারা দম্পতির দ্বিতীয় সন্তান। তাদের দুটি সন্তানই ছেলে। খবর দ্য ডনের। ২০১৩ সালের ২৯ মার্চ লাহোরে সারা ভারভানাকে বিয়ে করেন জনপ্রিয় এ শিল্পী। ২০১৪ সালে তারা প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন।

বাবা হওয়ার খুশিতে এক ইনস্টাগ্রামের পোস্টে তিনি বলেন, আপনাদের সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি- আলহামদুলিল্লাহ! আমরা আবারও ছেলেসন্তানের বাবা-মা হয়েছি। নবজাতক এবং তার মা দুজনই হাসপাতালে সুস্থ আছে। মাশআল্লাহ বলতে ভুলবেন না।

১৯৮৩ জন্ম নেয়া এ পাকিস্তানি গায়ক ও চলচ্চিত্র অভিনেতা বলিউডের কয়েকটি ছবিতে ক্যামিও ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ২০১১ সালে পাকিস্তানি চলচ্চিত্র বোল-এ তিনি প্রথম অভিনেতা হিসেবে আবির্ভূত হন। তিনি অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন।

তিনি তার ভোকাল বেল্টিং পদ্ধতির জন্য সুপরিচিত। আতিফ আসলাম প্রধানত হিন্দি, উর্দু ও পাঞ্জাবি ভাষায় গান করেন, তবে তিনি বাংলাতেও গান গেয়েছেন। ২০০৮ সালে আতিফ আসলাম পাকিস্তানের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক সম্মান তমগা-এ-ইমতিয়াজ-এ ভূষিত হন।

উপরে