এন্ড্রু কিশোরকে পূর্ণ সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য ইতোমধ্যে আজ রবিবার দুপুরে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেয়া হয়েছে।
এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসা বাবদ এক কোটি টাকার বেশি খরচ হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে তাকে কেমোথেরাপি দেয়া শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সিঙ্গাপুর থাকতে হবে বলে সে সময় জানান এই শিল্পী। তাকে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হবে। এই চিকিৎসা সম্পন্ন করার জন্য প্রয়োজন দুই কোটি টাকারও বেশি।
এদিকে গত এক মাস এন্ড্রু কিশোরের কোমোথেরাপি সাময়িক বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবারও তার কোমোথেরাপি শুরু হয়েছে। এটি তার ১৮তম কোমোথেরাপি। এবারেরটা সফল ভাবে সম্পন্ন হলে আর বাকি থাকবে ছয়টি।
এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোমিন বিশ্বাস। তিনি সরকারসহ দেশের চলচ্চিত্র, সংগীত, টেলিভিশনসহ বিভিন্ন অঙ্গনের লোকজনকে শিল্পীর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। তিনি হরমোনজনিত সমস্যায়ও ভুগছিলেন। এ জন্য তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তার এড্রেনাল গ্লান্ডও বড় হয়ে গিয়েছিল। শিল্পীর সুস্থতার জন্য সকলের দোয়া ও আশির্বাদ চেয়েছেন তার পরিবার।