ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে পূর্ণিমা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাতা জুয়েল মাহমুদ বানাচ্ছেন ‘চিরঞ্জীব মুজিব’ নামের সিনেমা। এতে বঙ্গবন্ধুর সহধর্মিনী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বঙ্গবন্ধু চরিত্রে আছেন আহমেদ রুবেল।
গত সপ্তাহে মানিকগঞ্জে নিজ অংশের শুটিং করে এসেছেন পূর্ণিমা। এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘একটা ঐতিহাসিক চরিত্রে কাজ করলাম। তবে এখানে আমার অংশের অভিনয় খুব বেশি না।
‘বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে যুবতী বয়সে দেখা যাবে।’
এরই মধ্যে পূর্ণিমার অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।