নিভে গেল কুইন অব ক্যাবারের জীবনপ্রদীপ
‘কুইন অব ক্যাবারে’খ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী আরতি দাস মারা গেছেন। ‘মিস শেফালি’ নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। আজ বৃহস্পতিবার কলকাতার সোদপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
আরতি দাসের জন্ম বাংলাদেশে। ১৯৪৭ সালে দেশভাগের সময় কলকাতা যান। তখন তার বয়স মাত্র ১১ বছর। জীবিকার তাগিদে মাত্র ১৩ বছর বয়সে ফিরপো হোটেলের লিডো রুমে নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মহানায়ক উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন তার নাচের ভক্ত ছিলেন।
‘চৌরঙ্গী’, ‘রঙ্গিনী’, ‘সম্রাট সুন্দরী’, ‘সাহেব বিবি গোলাম’সহ বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ এবং ‘সীমাবদ্ধ’ সিনেমাতেও তাকে দেখা গেছে।
আত্মজীবনী লিখেছেন আরতি দাস। নাম দিয়েছেন ‘সন্ধ্যা রাতের শেফালি’। গত বছর এই অভিনেত্রীকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন অভিনেত্রী-নির্মাতা কঙ্কনা সেন শর্মা।