প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৬

বঙ্গবন্ধু সিনেমায় সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু সিনেমায় সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। বায়োপিকটি নির্মাণ করবেন মুম্বাইয়ের শ্যাম বেনেগাল। ছবির শুটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেল বুধবার ঢাকায় এসেছেন  শ্যাম বেনেগাল।

বঙ্গবন্ধুর এই বায়োপিকে মহান নেতা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেতা তৌকীর আহমেদ। আজ শুক্রবার  সকাল ৯টায় এফডিসিতে সোহরাওয়ার্দী চরিত্রের জন্য পোশাকের মাপ দেন তৌকীর। এর আগে গেল জানুয়ারিতে অডিশনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

ত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দেবে বাংলাদেশ ও ৪০ শতাংশ দেবে ভারত। এ বছরের ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন বঙ্গবন্ধু। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকে এই ছবির শুটিং শুরু হবে।

উপরে