ভিটের নতুন শুভেচ্ছাদূত জান্নাতুল ফেরদৌস ঐশী
অনলাইন ডেস্ক
ভিটের নতুন শুভেচ্ছাদূত হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি ভিটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অফিসে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে চুক্তি সাক্ষর হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক [এমডি] ভিশাল গুপ্ত, মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। ঐশী বলেন, 'ভিটের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।
দীর্ঘদিন ধরেই ভিট পণ্যের উপকারিতা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। আশা করছি, আমরা সাধ্যমতো এ পণ্যটি প্রচার ও প্রসারে কাজ করে যাবে।' ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট অর্জন করার পর থেকেই জান্নাতুল ফেরদৌস ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেলিং ও অভিনয় জগতে।