করোনায় মারা গেলেন জ্যাজ গিটারবাদক বাকি পিৎজারেলি

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তিন দিনের মাথায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের জ্যাজ গিটারবাদক বাকি পিৎজারেলি।
বুধবার নিউ জার্সির স্যাডল রিভারে নিজের বাড়িতে তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছে তাঁর পরিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
১৯২৬ সালের ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। বাকির পেশাদার জীবন শুরু হয় ১৭ বছর থেকে। ১৯৪৪ সালে ভন মনরো ড্যান্স ব্যান্ডে একজন গিটারবাদক হিসেবে যোগ দেন।
তাঁর সুদীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং বিল ক্লিন্টনের সঙ্গে বাজিয়েছেন। বিখ্যাত শিল্পীদের মধ্যে কাজ করেছেন ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গে। এছাড়াও হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের জন্য নিয়মিত গিটারও বাজাতেন এই শিল্পী।
বাকি পিৎজারেলির দুই ছেলেও গিটারবাদক। ছেলে জন পিৎজারেলি বাবার মতোই একজন জ্যাজ গিটারবাদক আর আরেক ছেলে মার্টিন পিৎজারেলি বেজ গিটারবাদক।