সালমানের পরিবারের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ

সুপারস্টার সালমান খানের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তার পরিবার নাকি লকডাউনের নিয়ম মানছেন না।
লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সালমান খান ও তার পরিবারের বেশির ভাগ সদস্যরা। এদিকে সালমানের বাবা সেলিম খান একা রয়েছেন ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।
ভারতীয় গণমাধ্যমের খবর, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ব্যান্দ্রা পর্যন্ত প্রতিদিন হাঁটতে বের হন সেলিম খান। আর এতেই নাকি অসন্তুষ্ট ভাইজানের প্রতিবেশীরা। লকডাউনের মাঝে নিয়ম ভেঙে সেলিম খান কেন হেঁটে বেড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাদের প্রতিবেশীদের একাংশ।
সেলিম খান জানান, সরকারি নিয়ম নীতি মেনেই চলছেন তিনি। দেশের একজন সচেতন নাগরিক তিনি। তাই চিকিৎসকের নিয়ম মেনেই হাঁটতে বের হন। শারীরিক অসুস্থতার জন্য গত ৪০ বছর ধরে তিনি হাঁটছেন। চিকিৎসকের নির্দেশের পাশাপাশি সরকারি নিয়ম মেনেই তিনি চলছেন। লকডাউনে কোনও নিয়ম তিনি ভাঙছেন না।