ইরফানের মৃত্যুতে কষ্টের বার্তা অমিতাভের

ইরফান খানের হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা। মাত্র ৫৩ বছর বয়সে এই শক্তিমান অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এই অভিনেতার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটারে লিখেছেন, ‘সদ্য ইরফান খানের মৃত্যুর সংবাদ পেলাম…এটি খুবই বিরুক্তিকর এবং দুঃখজনক সংবাদ… একটি অবিশ্বাস্য প্রতিভা .. একজন দয়ালু সহকর্মী .. বিশ্ব সিনেমা জগতের একজন বিরাট অবদানকারী .. আমাদের ছেড়ে দ্রুত চলে যাওয়া….. এক বিশাল শূন্যতা তৈরি করে ..।
চার দিন আগে তার মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষ যাত্রায় যেতে পারেননি অভিনেতা।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করেছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন।
মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন কোলন ইনফেকশন নিয়ে। আজ সকালে (২৯ এপ্রিল) হাসপাতালেই তার মৃত্যু হয়। দুই ছেলে আর আর স্ত্রীকে রেখে ইরফান পাড়ি দিলেন নতুন দুনিয়ায়।