প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০ ১৫:৫৩

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে এফডিসির সামনে মানববন্ধন

অনলাইন ডেস্ক
মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে এফডিসির সামনে মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। ‘চলচ্চিত্রবিরোধী’ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের দু’জনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন।

এবার শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা। রোববার বেলা ১১টায় শিল্পীরা মানববন্ধনে অংশ নেন।  

মানবন্ধনে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর পক্ষ থেকে দাবি করা হয়, মিশা-জায়েদ অন্যায়ভাবে তাদের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া তারা পুনরায় তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান।

এছাড়া তাদের কণ্ঠে শ্লোগান শোনা যায়, ‘যে নেতা শিল্পীদের সম্মান করে না, তাকে আমরা চাই না। ’ 

২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান নির্বাচিত হওয়ার পর এ তালিকা থেকে ১৮১ জনের ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য করা হয়েছে। এরপর নতুন করে ২০ জন শিল্পীকে ভোটার করা হয়।

উপরে