পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত

মাত্র কয়েকদিন হলো করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার পরিবার। এরই মাঝে টলিউডে আরও একটি দুঃসংবাদ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ইন্ডাস্ট্রির নামী পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার টুইট করে রাজ নিজেই এ কথা ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করেন।
এদিকে রাজের বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে স্বস্তির কথা হলো, তিনি দুইবার করোনা পরীক্ষা করিয়েছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। রাজের পরিবারের বাকি সবারও খুব শিগগির করোনা টেস্ট হবে বলে জানিয়েছেন পরিচালক।
বাড়িতে রাজের মা ছাড়াও রয়েছেন স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। সেপ্টেম্বরের শেষের দিকেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। এই কারণে শুভশ্রীর শরীর নিয়ে বেশি চিন্তিত তার অনুরাগীরা। হবু মা যেন একদম সুস্থ থাকেন সেই প্রার্থনাই করছেন সবাই। এদিকে স্ত্রীর স্বাস্থ্যের দিকটা মাথায় রেখে খুব সাবধানে চলাফেরা করছেন রাজ।
তার পরও শুভশ্রীকে নিয়ে বিশেষ ভাবে চিন্তিত চক্রবর্তী পরিবারের সবাই। পরিচালক রাজের মতে, এটা তাদের পরিবারে সবচেয়ে কঠিন সময়। রাজ এখন হোম আইসোলেশনে আছেন। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠুক, এই কামনাই করছেন পরিচালকের ভক্ত-শুভানুধ্যায়ীরা।