সুখবর জানালেন কোহলি-আনুশকা, আসছে নতুন অতিথি

করোনায় মাঠে বল না গড়ানোয় মনমরা হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। অবশেষে আরব আমিরাতের কল্যাণে আইপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ভারতের ক্রিকেট।
সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। আর এরই মধ্যে সুখবরে ভাসলেন তিনি। তার স্ত্রী বলিউড সেনসেশন আনুশকা শর্মা মা হতে চলেছেন।
বৃহস্পতিবার আনুশকা শর্মা ও বিরাট কোহলির ভিন্ন ভিন্ন টুইটবার্তার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
সে হিসাবে বিয়ের আড়াই বছরের বেশি সময় পর প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই ভারতের তারকা দম্পতি।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় আনুশকা শুধু সুখবরই জানাননি, নতুন অতিথির আগমনের সময়টাও জানিয়ে দিয়েছেন।
টুইটে নিজেদের হাসিমাখা ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন– 'অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!'
আর একই ছবি ও একই বার্তা টুইট করেছেন বিরাট কোহলিও। বোঝাই যাচ্ছে, বাবা হতে চলার অনুভূতি প্রকাশে পিছিয়ে থাকতে মোটেই রাজি নন তিনি।
নিজের অফিশিয়াল ফেসবুক ও টুইটারে পোস্ট করা এ ছবির ক্যাপশনে ভারতীয় অধিনায়ক লিখেছেন– ‘এখন থেকে আমরা তিনজন। আসবে জানুয়ারি ২০২১।’
২০১৭ সালের ৯ ডিসেম্বর আনুশকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি। ইতালির মিলানে জমকালো আয়োজনে মালাবদল করেন তারা। সেই সময় ভারতের মিডিয়ায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল এ জুটির বিয়ের ছবি ও খবরাখবর।