সুপিন বর্মনের “বিবর্ণ প্রহর”এ মিসওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত সঞ্চিতা দত্ত
.png)
নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ বিবর্ণ প্রহর” এ অভিনয় করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা দত্ত। চলমান সময়ের গল্প নিয়ে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে গতকাল। সারাবিশ্ব যেমন থমকে আছে মহামারী করোনার করাল গ্রাসে ঠিক তেমনি থমকে গেছে অনেক জীবন। চলমান সময়ের সাথে জীবন ও জীবীকার জন্য অনবদ্য লড়াই করে যাওয়া একটি মেয়ের সাইকোলজিক্যাল গল্পই হলো “ বিবর্ণ প্রহর”।
নির্মাতা সূত্রে জানা যায় যে, অনেক স্বপ্ন ও আশা নিয়ে সদ্য গড়ে ওঠা একটি মিডিয়া অফিসে চাকুরী করেন স্বপ্নপ্রেমী জয়া। শুরুর সময়গুলো ভাল বেতনে খুব ভালভাবেই কেটে যাচ্ছিল জয়ার কিন্তু হঠাৎ করে করোনার করাল গ্রাসে এলামেলো হয়ে যায় সব পরিকল্পনা। সদ্য গড়ে ওঠা মিডিয়া অফিসটি প্রচুর লোকমান গুনতে থাকে এবং এক সময় কর্মীদের বেতন ভাতা দিতে না পেরে অনির্দিষ্ট কালের জন্য অফিস বন্ধ ঘোষণা করে অফিস কর্তৃপক্ষ। প্রচন্ড হতাশায় মানষিকভাবে ভেঙ্গে পড়েন জয়া। কর্মহীন হয়ে পড়ে সে। এতাদিন অভাবের সংসারে বাড়ি ভাড়া, মায়ের চিকিৎসা, সংসারের খরচ দু হাতে বহন করতো সে, কিন্তু অফিস ও বেতন বন্ধ হয়ে যাওয়ায় সে এখন নির্বাক। কি হবে, কি করবে সে, নানারকম দুচিন্তায় মানষিকভাবে অসুস্থ হয়ে পড়ে জয়া, প্রতিটি প্রহর এখন তার বিবর্ণ। এরকম গল্প নিয়েই সাইকোলজিক্যাল চলচ্চিত্র বিবর্ণ প্রহর। এ যেন চলমান সময়ের প্রতিটি ঘরে ঘরে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন যা অনাগত সময় নিয়ে আমাদের দুচিন্তার কারন।
চলচ্চিত্রটির কাহিনী রচনা করেছেন আর আই লিপসন এবং একই সাথে চিত্রধারণের কাজও করেছেন তিনি। চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন মিস ওয়াল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা দত্ত। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, সনি কর্মকার, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম সোহল প্রমুখ।
চলচ্চিত্রটি দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা সুপিন বর্মন। চলচ্চিত্রটি নির্মাণের সকল কারিগরি সুবিধা প্রদান করেছে “ অরীতি ক্রিয়েশন্স।