গৃহহীনদের ২৫ বাড়ি দিলেন আর্নল্ড শোয়ার্জনেগার

গৃহহীন বয়স্কদের মধ্যে যারা ফুটপাতে জীবন যাপন করেন, তাদের জন্য ২৫টি বাড়ি দিচ্ছেন আর্নল্ড শোয়ার্জনেগার। এক সময়ের বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং মার্কিন রাজনীতিবিদ তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৩৮তম গভর্নরও তিনি।
জানা গেছে, ব্যক্তিগত অর্থায়নে বয়স্ক গৃহহীনদের জন্য ২৫টি বাড়ি দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সেসব বাড়ি দেওয়া হচ্ছে।
শোয়ার্জনেগার বলেছেন, বড়দিনের উপহার হিসেবে তিনি ওইসব বাড়ি গৃহহীনদের দিচ্ছেন। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টও দিয়েছেন তিনি।
গৃহহীনদের চিহ্নিত করতে সহায়তার জন্য ভেটেরিয়ান অ্যাফেয়ার্স এবং অ্যামেরিকান ভেটেরানস নামক সংগঠনকে ধন্যবাদ দিয়েছেন শোয়ার্জনেগার।
শোয়ার্জনেগার বলেছেন, কারো জন্য ভালো কিছু করার ক্ষমতা সবার আছে। আমার বড় ধরনের কোনো ক্ষমতা নেই। অন্যের ভালো করার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার অনুরোধ করেছেন তিনি।
তিনি আরো বলেছেন, এটা ভেবে খুব ভালো লাগছে যে, যে দেশ আমাকে সব দিয়েছে, তার কিছুটা অন্তত আমি ফিরিয়ে দিতে পেরেছি।
সূত্র: ইউএনআই।