বাবা হচ্ছেন সিয়াম

বাবা হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
শনিবার এ সুখবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ পোস্টের মাধ্যমে নিজেই দিয়েছেন।
ফেসবুকে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সিয়াম। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন তিনি। আর মুচকি হেসে অবন্তী তাকিয়ে আছেন তার দিকে।
ছবির ক্যাপশনে সিয়াম লেখেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।’
সিয়ামের বাবা হওয়ার খবরে আনন্দের ঢল নেমেছে ভক্তদের মধ্যে।
তার ফেসবুক পোস্টে প্রতিবেদন লেখা পর্যন্ত রিঅ্যাকশন জমা পড়েছে ৫৮ হাজার। মন্তব্য জমা পড়েছে ছয় হাজারের বেশি।
দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী।