বাগদান সারলেন বেন-জেনিফার

হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের ভক্তদের জন্য সুখবর। এক বছর মন দেওয়া-নেওয়ার পর ফের একবার বাগদানের কাজটি সম্পন্ন করলেন এই তারকা জুটি।
জেনিফার লোপেজ তার ফ্যান নিউজলেটার জেলো.কম’র মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তার অনামিকায় সবুজ রঙের একটি হীরার আংটি দেখা গেছে।
অন্যদিকে, ৫২ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে হলিউডের এই গায়িকা-অভিনেত্রী জানান, “ঘোষণাটি দেওয়ার জন্য দারুণ উচ্ছ্বসিত।”
জেলো.কম-এ জেনিফার লোপেজ যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাকে তার অনামিকায় থাকা সবুজ রঙের হীরার আংটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে বাজছে রোম্যান্টিক মিউজিক আর ভয়েসওভারের মাধ্যমে হলিউডের এই তারকাকে বলতে শোনা গেছে, ‘তুমি নিখুঁত।’
এ সপ্তাহের শুরুতেই বেন-জেনিফারের বাগদানের খবরটি পাওয়া যায়, যখন জেনিফার তার অনামিকায় ওই সবুজ রঙের হীরার আংটি পরে তার ১৪ বছর বয়সী মেয়ে এমিকে নিয়ে শপিং করতে বেরিয়েছিলেন। তখনই তার হাতে থাকা আংটি পাপারাজ্জিদের নজরে আসে।
২০০২ সালে ‘গিগলি’ ছবিতে অভিনয়ের সময় একে অপরের প্রেমে পড়েন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। ২০০৩ সালে তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিলো। এমনকি তারা সেসময় বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন বলে শোনা গিয়েছিলো। কিন্তু ২০০৪ সালে হঠাৎ সম্পর্কের ইতি টানেন তারা।
জেনিফার লোপের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর ২০০৫ হলিউড অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। এই তারকা দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। তবে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
অন্যদিকে, ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন জেনিফার লোপেজ। কিন্তু ১০ বছর পর তার সঙ্গে সংসার জীবনের ইতি টানেন হলিউডের এই অভিনেত্রী। সাবেক এই দম্পতির যমজ সন্তান রয়েছে।
মার্ক অ্যান্থনির আগে ক্রিস জাডের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার লোপেজ। তার আগে অভিনেতা-প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন জেলো।
মার্ক অ্যান্থনির সঙ্গে বিচ্ছেদের পর অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন জেনিফার। কিন্তু ২০১৭ সালে সেই সম্পর্কেরও ইতি টানেন তিনি।
গত বছরের ২৪ জুলাই ছিলো জেনিফার লোপেজের ৫২তম জন্মদিন। আর বিশেষ সেই দিনটিতেই বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।