এবার রঙিন পর্দায় ক্রিকেটার শিখর ধাওয়ান
বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ান। হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা অভিনীত 'ডাবল এক্সএল' সিনেমাটির মধ্য দিয়ে অভিনয় জগতে নাম লেখাতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি হুমা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুটি ছবি শেয়ার করেছেন যেখানে শিখরের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ছবিতে ধাওয়ানকে একটি কালো স্যুট পরিহিত অবস্থায় হুমার সঙ্গে হাত ধরে নাচতে দেখা যাচ্ছে
পোস্টটির ক্যাপশনে হুমা লিখেছেন, ‘বিড়াল থলের বাইরে’। পোস্টটি শিখর ধাওয়ানকে ট্যাগও করেছেন তিনি।ছবিগুলো শেয়ার করামাত্র উচ্ছ্বসিত ভক্তরা পোস্টটিতে নিজেদের ভালোলাগা ও অভিবাদন জানাচ্ছেন। প্রিয় ক্রিকেটার ধাওয়ানকে বড় পর্দায় দেখে তাদের আনন্দ যেন বহুমাত্রায় বেড়ে গেছে! এক ভক্ত লিখেছেন, ‘ওহ মাই গড! এটা বিশাল খবর!, অপর একজন মন্তব্য করেছেন ‘ওয়াহ জি বাহ’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘শিখর তুমি দারুণ করবে পর্দায়’। এমন শত শত মন্তব্যে বেশ সাড়া পড়েছে ছবিগুলোতে।
হুমা, সোনাক্ষী ও জহির ইকবাল অভিনীত, 'ডাবল এক্সএল' একটি কমেডি ঘরানার চলচ্চিত্র। দুই স্বাস্থ্যবান নারীকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি সমাজের স্থুলতার কারণে ব্যঙ্গের শিকার হওয়া নারীদের গল্প বলবে। নারীদের আকর্ষণীয়তা বা সৌন্দর্যকে তাদের স্থুলতার সঙ্গে তুলনা করে বিদ্রূপ করার গল্পই ওঠে এসেছে সিনেমাটিতে। শরীরের ইতিবাচকতা এবং একে অপরকে বিজয়ী করার এক মেলবন্ধনই সিনেমাটির মুল প্রতিপাদ্য বিষয়।
সামাজিক এই কমেডি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মুদাসসার আজিজ এবং পরিচালনা করেছেন সাতরাম রামানি। এটি ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া