প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ১৫:২০

সাময়িকভাবে বন্ধ থাকবে মধুমিতা সিনেমা হল

অনলাইন ডেস্ক
সাময়িকভাবে বন্ধ থাকবে মধুমিতা সিনেমা হল

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি।  সিনেমা সংকটে ঢাকার অন্যতম সিনেমা হল মধুমিতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মধুমিতার মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ১৮ নভেম্বর থেকে আগামী একমাস প্রেক্ষাগৃহটিতে কোনো সিনেমার প্রদর্শনী হবে না।

আগামী জানুয়ায়ী পর্যন্ত সিনেমাহল হল বন্ধ থাকবে। তারপর আবার চালু হবে বলে জানান তিনি।

মধুমিতা সিনেমাহল ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একসঙ্গে ১ হাজার ২০০ জন দর্শক সিনেমা দেখতে পারেন। ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়।

উপরে