ভক্তদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না শাকিব খান

শাকিব খান আগেই বলেছিলেন, ভালো ছবি কোনোভাবেই আটকে রাখা যায় না। তাই হলো এবার। সবার মন জয় করে সারা দেশে চলছে ‘প্রিয়তমা।
ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এরইমধ্যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এজন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাকিব।
তিনি ফেসবুক পেজে লিখেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা প্রিয়তমাকে যে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই সুদূর আমেরিকা-কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’।