প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১৩:২৫

ছেলে সন্তানের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ

অনলাইন ডেস্ক
ছেলে সন্তানের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ

মা হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত ১ আগস্ট ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ‘বরফি’ অভিনেত্রী।

শনিবার (৫ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের এই সুখবর দিয়েছেন ইলিয়ানা। ছেলের নাম রেখেছেন, ‘কোয়া ফিনিক্স ডলান’।

ঘুমিয়ে থাকা সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে স্বাগত, তাকে আনতে পেরে আমরা কতটা খুশি তা কোনও শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পূর্ণ।’ ইলিয়ানার পোস্টে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।

অন্য অভিনেত্রীদের মতো ইলিয়ানা সদ্যোজাত সন্তানের মুখ লুকিয়ে রাখেননি দেখে খুশি অনুরাগীরা।

গত এপ্রিলে বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে যাওয়ার খবর শুনিয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। সন্তানের বাবা কে? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা বিবাহিত নন, তাঁর সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা। বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন। বিভিন্ন সময়ে প্রেমিকের আবছা ছবি শেয়ার করলেও প্রথমদিকে সঙ্গীর নাম ও পরিচয় প্রকাশ্যে আনেনি 'বরফি' অভিনেত্রী। মাঝে সঙ্গীর অস্পষ্ট ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, ‘মাঝেমধ্যে ভুলে যাই যে নিজের প্রতি আমার আরেকটু সহৃদয় হওয়া উচিত। সে সময় এই সুন্দর মানুষটা আমাকে তা বুঝতে সাহায্য করেন। যখন আমি ভেঙে পড়ি তখন উনি আমাকে শক্ত করে ধরে রাখেন আর চোখের জল মুছিয়ে দেন। আমার মুখে হাসি ফোটাতে নানান মজার কথা শোনান। আমাকে জড়িয়ে ধরে শান্ত করেন। উনি জানে আমার কী প্রয়োজন।’

প্রসঙ্গত, বলিউডে রণবীর কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগন, বরুণ ধাওয়ানসহ বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন ইলিয়ানা। তবে 'বরফি' ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি চর্চিত হয়েছিলেন।

উপরে