বিয়ের পর প্রথমবার ব়্যাম্পে হাঁটলেন পরিণীতি

রাজস্থানে মনোমুগ্ধকর রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। বিয়ের পর প্রথমবার নববধূর সাজে র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী।
সম্প্রতি বিয়ের দিনের মতোই ল্যাকমে ফ্য়াশন উইকে প্যাস্টেল রঙের পোশাকে দেখা মেলে পরিণীতির।
ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, শনিবার (১৪ অক্টোবর) ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর চতুর্থ দিনের আয়োজনে শো-স্টপার হিসেবে হাজির হন তিনি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরিণীতির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকদের মন।
শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেন, মাত্র তিন সপ্তাহ হয়েছে আমার বিয়ের। কিন্তু আমি প্রতিদিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে। বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারলেও স্বাধীনভাবে অস্কারের জন্য চূড়ান্ত বাঁছাইয়ে যাবে সিনেমাটি।