প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৩

৩০০ কোটি রুপি বাজেটের সিনেমায় উর্বশী

অনলাইন ডেস্ক
৩০০ কোটি রুপি বাজেটের সিনেমায় উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘সনম রে’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কিছু হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে। কয়েকটি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন। তবে কোনো সিনেমাই বক্স অফিসে ভালো চলেনি।

তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি। দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণাকে নিয়ে নির্মাণ করছেন ‘এনবিকে১০৯’। বড় বাজেটের এ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ার ‘এনবিকে১০৯’ সিনেমা। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী রাউতেলা। তা ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন, নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান।

এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী। এজন্য প্রশিক্ষণ নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।  

সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘এনবিকে১০৯’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

উপরে