বড় ছেলেকে নিয়ে নতুন খবর জানালেন শাহরুখ
বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক যুগ ধরে দর্শককে মাতিয়ে রাখছেন। বাবার দেখানো পথেই হাঁটছে শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। তবে অভিনয় নয় বরং পরিচালনা করবেন তিনি। শাহরুখ নিজেই বিষয়টি জানিয়েছেন।শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে নেটফ্লিক্সঙ্গের চুক্তি হয়েছে। আগামী বছর এই দুই প্রতিষ্ঠান একটি সিরিজ নিয়ে আসতে যাচ্ছে। গৌরী খান প্রযোজিত সিরিজটির নির্মাতা ও পরিচালক হিসেবে থাকবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ওয়েব সিরিজটির নাম ‘স্টারডম’ যেটা বলিউডের জৌলুসে এবং জটিল দুনিয়ার গল্প তুলে ধরবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া অন্যভাবে ধরা দেবে এই ওটিটি প্ল্যাটফর্মে। ছেলের প্রথম সিরিজ নিয়ে শাহরুখ খান বলেন, আপনাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই সিরিজে সিনেমার গ্ল্যামারাস দুনিয়াকে একেবারেই ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। আর একজন আউটসাইডার হিসেবে সফল হতে কি করতে হয়, সেটাও এতে উঠে আসবে।
আরিয়ান খান যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনাও করেছেন।
বাবা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হওয়ায় ছোট থেকেই লাইট, ক্যামেরার দুনিয়ার সঙ্গে পরিচিত আরিয়ান। তবে অন্যান্য স্টারকিডের মত অভিনয়ে না এসে আরিয়ান পরিচালনা দিয়েই বলিউডে পা রাখতে যাচ্ছে। আরিয়ান খান যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনাও করেছেন।
এই নতুন নির্মাতার সিরিজটির গল্প বলিউডের বাইরের দুনিয়া থেকে আশা এক তরুণকে নিয়ে। যে বলিউডে নিজের অবস্থান তৈরি করতে বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্ম্য লালওয়ানি। এ ছাড়া শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর এবং করণ জোহরের মতো তারকারা বিশেষ অতিথি চরিত্রে উপস্থিত থাকবেন। ‘স্টারডম’ সিরিজটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এই সিরিজটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে।