প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৫ ২০:০৫

দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

অনলাইন ডেস্ক
দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

আবারও সন্তানের মা হলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস সাইদের পরিবারে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। সানা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুসংবাদ শেয়ার করেছেন। 

ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সাবেক এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সানা এবং আনাস সাইদ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’ 

এই পোস্টের ক্যাপশনে সানা লেখেন, ‘আল্লাহতায়ালা নে হার চিজ মুকাদ্দার মে লিখে হ্যায়, ওয়াক্ত আনে পার আল্লাহ উসকো আত্তা কারতা হে। অর জব আত্তা কর্তা হে তো ঝোলিয়া খুশিওঁ সে ভার দ্যতা হ্যায়।’

 অর্থাৎ ‘আল্লাহতায়ালা সবকিছুই ভাগ্যে লিখে রেখেছেন।নির্ধারিত সময়ে আল্লাহ তা দিয়ে থাকেন। আর তিনি যখন দেন সব পূর্ণ করেই দেন।’  

২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সাইদ তাদের প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছিলেন তারিক জামিল। আর সেই ছেলের বয়স দেড় বছর হওয়ার আগেই নতুন সদস্যের আগমন ঘটলো তাদের পরিবারে।

ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। 

উপরে