বগুড়ায় ত্রিতালের শরৎকালীন সঙ্গীতানুষ্ঠান

বগুড়ার অন্যতম শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন ত্রিতাল-এর আয়োজনে শরৎকালীন সঙ্গীতের আসর ‘শিশিরের টুং টাং’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি ভবনের নিচতলায় সংগঠন কার্যালয়ে স্থাপিত বর্ণমালা মঞ্চে এ আয়োজন হয়।
অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত দুই বিশ্বখ্যাত শিল্পী বাংলাদেশের লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন, ওস্তাদ তমাল কান্তি লাহিড়ী, আসামের জুবিন গার্গ সহ সম্প্রতি সময়ে প্রয়াত সকল শিল্পীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পরিবেশিত হয় দলীয় সঙ্গীত ‘শিশিরে শিশিরে শারদ আকাশে’। এরপর পৃথা, সৌমি, অঙ্কিতা, দেবাশীষ, প্রতীক, দিবা, পূজা, আর্য, পূলক, ঋক সান্যাল ও সৌমিকা লাহিড়ী শরৎকাল বিষয়ক গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লালন ও লোকসঙ্গীত পরিবেশন করে। সমগ্র আয়োজনে সংগীত পরিচালনা করেন প্রণব কান্ত সান্যাল এবং তবলায় সংগত দেন সুমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সঙ্গীত প্রশিক্ষক প্রণব কান্ত সান্যাল। অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শব্দকথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এইচ আলিম, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সভাপতি সঙ্গীতশিল্পী আলমগীর কবির, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, আনন্দকণ্ঠের সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা।
বক্তারা ত্রিতালের শুদ্ধ সাংস্কৃতিক চর্চার প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন, নানা প্রতিবন্ধকতা ও অপসংস্কৃতির ভিড়ে শিশু-কিশোরদের নিয়ে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা এই সংগঠন ও শিশুশিল্পীদের সাংগঠনিক ও ব্যক্তিগত পর্যায়ে তাদের প্রতিভা বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সংগঠক।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ত্রিতালের সভাপতি অনুপ কুমার দাস সুবল অতিথি, শিল্পী ও দর্শকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি সংগঠনের তালযন্ত্র প্রশিক্ষক বিমল কবিরাজ জটিল হৃদরোগ ও কিডনি সমস্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ফজলে রাব্বী।