logo
আপডেট : ৭ জুন, ২০১৯ ১৪:৪৭
কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত
প্রেস বিজ্ঞপ্তি

কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত

কুমিল্লার সদর উপজেলার গিলাতলী সীমান্ত এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মো. হেলাল উদ্দিন নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত তিনটায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হেলাল সদর উপজেলার চাঁপাপুর বাজগন্ডা এলাকার মৃত সুন্দর আলী ছেলে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হেলালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কোমরে লুঙ্গির সঙ্গে মোড়ানো অবস্থায় পলিথিন থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, নিহত ব্যক্তি একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি ভারতে আত্মগোপন করে ছিলেন। তিনি ভারতীয় ও বাংলাদেশি মাদক চোরাকারবারিদের সংযোগকারী এবং মাদক পাচারকারী হিসেবে কাজ করতেন।