logo
আপডেট : ১৪ মে, ২০১৯ ১৬:০০
৪ ব্যাংকে প্রিলি পরীক্ষার সময়সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক

৪ ব্যাংকে প্রিলি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত চার ব্যাংকে ‘কর্মকর্তা (সাধারণ)’ পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। 

সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক চারটি হলো- সোনালী, বিডিবিএল, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ব্যাংক। 

গত বছরের ২৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ‘কর্মকর্তা (সাধারণ)’ পদে সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।