আপডেট : ৮ জুন, ২০১৯ ১৪:৫৮
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি
অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৩ জুন থেকে ২৩ জুলাই রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়েও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি পালন করা হবে।
আজ শনিবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে পরামর্শ করেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। যেটা শুরু হবে ২৩ জুন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে।