logo
আপডেট : ৮ জুন, ২০১৯ ২০:০৮
বগুড়াকে রাজাকার মুক্ত করতে হবে : মজিবর রহমান মজনু
ষ্টাফ রিপোর্টার

বগুড়াকে রাজাকার মুক্ত করতে হবে : মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, বিএনপি জেনে-বুঝে রাজাকার পরিবার থেকে প্রার্থী নির্ধারণ করেছে। ধানের শীষের প্রার্থীর পরিবার স্বাধীনতা বিরোধী পরিবার। যারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করেছে তাদেরকে বগুড়ার মানুষ পবিত্র সংসদে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় যুদ্ধাপরাধীমুক্ত সংসদ। অতএব আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করা সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনাকে বগুড়া সদর-৬ আসন উপহার দিতে পারলে বগুড়ায় উন্নয়নের সোপান তৈরি হবে।

যারা শপথ না নিয়ে বগুড়ার মানুষকে অস্মানিত করেছে তাদেরকে বগুড়াবাসী সমুচিত জবাব দেবে। বিএনপির নেতাকর্মীরাই দাবি করে টাকার বিনিময়ে বগুড়ায় মনোনয়ন দেওয়া হয়েছে। যারা টাকা দিয়ে মনোনয়ন বিক্রি করে তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। তাই সকলের উচিৎ নৌকা মার্কাকে বিজয়ী করা।আজ শনিবার বিকাল ৪টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে বগুড়া পৌরসভার ওয়ার্ড ও বগুড়া সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন দুলু, টি এম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মুকুল, এড. আমানুল্লাহ্্, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, আব্দুস সালাম, সামছুদ্দিন শেখ হেলাল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেকুজ্জামান রাজন প্রমুখ। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতা। পরে সাতমাথা এলাকায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করা হয়।