logo
আপডেট : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯
সন্তানদের বই পড়ে শোনানোর আহ্বান আসাদুজ্জামান নূরের
অনলাইন ডেস্ক

সন্তানদের বই পড়ে শোনানোর আহ্বান আসাদুজ্জামান নূরের

সন্তানদের বই পড়ে শোনাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আজ শনিবার সকালে বাংলা একাডেমির মূল মঞ্চে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

আসাদুজ্জামান নূর বলেন, ‘সন্তানদের অন্তত আধা ঘণ্টা বই পড়ে শোনান। তাহলে পড়ার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে। তবে এই পড়াটা তাদের চাপিয়ে দেবেন না।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘প্রতিটি শিশুর একটি ফুল। তাদেরকে ফুটতে দিন। তাদের মধ্যে সম্ভাবনা লুকিয়ে আছে। তাদের সম্ভাবনার দ্বার খুলে দেই আমাদের উদ্দেশ্য।’

বঙ্গবন্ধুকে উদ্দেশে করে আসাদুজ্জামান নূর বলেন, ‘বাঙালি সংস্কৃতির দেশ হবে এটা বঙ্গবন্ধুর চাওয়া ছিল এবং তিনি সেটা করতে পেরেছেন। এখন আমাদের তা ধরে রাখতে হবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমার সন্তান যেন বাংলার মাটি, বাতাস ও পরিবেশে বেড়ে ওঠে সুন্দর মানুষ হতে পারে এ প্রত্যাশা করি। আর সুনাগরিক হওয়ার জন্য দরকার বই পড়া। তাই সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলুন।’

প্রতিযোগিতায় তিনটি বিভাগের ক, খ ও গ শাখা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া মোট ২৮ শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়। সঙ্গীত প্রতিযোগিতায় ‘ক’ শাখায় যৌথভাবে দুইজনকে তৃতীয় করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সদস্য সচিব ডা. জালাল আহমেদ, প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচনের আহ্বায়ক শাহাদাত হোসেনসহ অনেকে।