logo
আপডেট : ৯ জুন, ২০১৯ ১২:৩১
ভারতে ধূলিঝড়-বজ্রাঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪
অনলাইন ডেস্ক

ভারতে ধূলিঝড়-বজ্রাঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে তীব্র ধূলিঝড় ও বজ্রাঘাতে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৪ জন হয়েছে।

শনিবার দেশটির জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ধূলিঝড়ের কারণে ২৬ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্যটির রিলিফ কমিশনার।

এদিকে মধ্যপ্রদেশে ঝড়বৃষ্টি ও বজ্রাঘাতের কারণে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা।

তীব্র দাবদাহের কারণে ভারতের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

শনিবার এসব অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। এই তীব্র দাবদাহ গত কয়েকদিন ধরে অব্যাহত আছে বলে জানিয়েছে ইন্ডিয়ান আবহাওয়া অধিদপ্তর।

মধ্যপ্রদেশের হোশংগবাদ শহর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজ্যটির বেশকিছু অঞ্চলে খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে এবং এসব অঞ্চল থেকে পানি নিয়ে মানুষের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যটির সব জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে পানি সরবরাহের সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

রাজ্যটির নগর প্রশাসনমন্ত্রী জয়বর্ধন সিং আনাদোলু এজেন্সিকে ফোনে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পানির সরবরাহ ও উৎসগুলোকে পর্যবেক্ষণ করার জন্য মন্ত্রণালয়টিকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতে ধূলিঝড় ও বজ্রাঘাতের কারণে ১৯ জনের মৃত্যু হয়েছে।