আপডেট : ৯ জুন, ২০১৯ ১২:৫৭
শপথ নিলেন রুমীন ফারহানা
অনলাইন ডেস্ক
বিএনপির মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমীন ফারহানা শপথ গ্রহণ করেছেন।
আজ রবিবার বেলা ১২টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ পরিচালনা করেছেন সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।
এর আগে, ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও রুমীন ফারহানা একক প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।