logo
আপডেট : ৯ জুন, ২০১৯ ১৪:০৭
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি শুরু
হিলি (দিনাজপুর)

টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর আবারও আমদানি-রপ্তানির সকল কার্য্যক্রম শুরু হয়েছে।

রোববার সকালে থেকে হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার সার্নাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার থেকে সাতদিন বন্দরের সকল প্রকার কার্য্যক্রম বন্ধ ছিলো। ৭ দিন বন্দের পর রোববার সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানির কার্য্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশী ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা ফিরোজ কবির জানিয়েছেন, গত রোববার থেকে টানা সাতদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও  হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো। আজকেও স্বাভাবিক রয়েছে।