জয়পুরহাটের পাঁচবিবি ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা, শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার দিনব্যাপী ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহবায়ক ও অধ্যক্ষ আবুল কালাম চৌধুরী (ভারপ্রাপ্ত)। সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ডঃ আব্দুল হাই তালুকদার, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সাবেক অধক্ষ্য আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল ও প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় চ্যানেল আই ও স্থানায়ীও শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।