logo
আপডেট : ১০ জুন, ২০১৯ ১৪:০০
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জয়পুরহাটের পাঁচবিবি ও কালাই উপজেলার পৃথক দুটি স্থানে মাদ্রাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। রবিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, জয়পুরহাটের কালাই উপজেলার বালাইট গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে মাদ্রাসা ছাত্র মাসুদ রানা স্থানীয় কালাই বাজারের একটি দোকান থেকে কাজ শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিল। ধারনা করা হচ্ছে ফেরার সময় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বালাইট মোড়ে কোন যানবাহনের ধাক্কায় মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় কালাই থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি প্রদান করেন।

অন্যদিকে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে ব্যাটারি চালিত অটো ভ্যানের চাপায় চার বছর বয়সী মাশরুফা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।