logo
আপডেট : ৫ মার্চ, ২০২০ ১২:০০
শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
অনলাইন ডেস্ক

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ শেখ সাদিক নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য দেড় কোটি টাকা। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। 

এ ব্যাপারে সহকারী কমিশনার জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তখন তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

তিনি আরো জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।