logo
আপডেট : ১০ জুন, ২০১৯ ২১:৩৭
গ্রামীণ সড়কে ইটের সোলিং কাজের উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান ভুট্টো
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

গ্রামীণ সড়কে ইটের সোলিং কাজের উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান ভুট্টো

বগুড়ার শেরপুরে জেলা পরিষদের অর্থায়নে গ্রামীণ একটি সড়কে ইটের সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ছোটফুলবাড়ী-কাফুড়া সড়কের প্রায় ৮৫ মিটার এই সোলিং কাজ করা হচ্ছে। গতকাল সোমবার (১০জুন) দুপুরে জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ঠিকাদার সঞ্জিব কুমার কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূট্টো জানায়, জেলা পরিষদের অর্থায়নে এই উপজেলায় পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরমধ্যে গাড়ীদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি, রানীনগর, কুসুম্বী ইউনিয়নের পাকুরিয়া পাড়া, মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল ও সীমাবাড়ি ইউনিয়নের গাঁড়ই গ্রামের মানুষদের দুর্ভোগ কমাতে এসব গ্রামীন সড়কে ইটের সোলিং কাজ সম্পন্ন করা হবে। এদিকে ছোটফুলবাড়ী গ্রামের একাধিক প্রবীণ ব্যক্তি জানান, এই সড়কটি তাদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু সড়কটি মাটির হওয়ায় সামান্য বৃষ্টিতে কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অবশেষে তাদের এই দুর্ভোগের চিত্র জেলা পরিষদের নজরে এসেছে। তাই সড়কটিতে ইটের সোলিং করা হচ্ছে। তবে বাকি সড়কেরও ইটের সোলিং করার দাবি জানান তারা।