logo
আপডেট : ১৪ মে, ২০১৯ ২০:১৭
সিংড়ায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স ভবন হবে : পলক
সিংড়া( নাটোর) প্রতিনিধি

সিংড়ায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স ভবন হবে : পলক

নাটোরের সিংড়ায় সোমবার দলিল লেখক সমিতির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের। কারন এসময় ইবাদতের সওয়াব বেশি।তিনি রমজানের পবিত্রতা রার আহবান জানান।প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিংড়ায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল কমপ্লেক্স মসজিদ নির্মানের জন্য বরাদ্দ করেছেন। খুব শীঘ্রই কাজ শুরু হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য সকলের কাছে দোআ কামনা করেন।

দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।