logo
আপডেট : ৯ মার্চ, ২০২০ ১২:১৮
করোনাভাইরাস: ভারতে ৩ বছরের শিশুসহ আক্রান্ত ৪০
অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: ভারতে ৩ বছরের শিশুসহ আক্রান্ত ৪০

ভারতের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এদিকে, কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ বছর বয়সী এক শিশু। এই শিশুকে পরীক্ষার পর তার দেহে এই ভাইরাসের সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। 

জানা গেছে, কিছুদিন আগে ওই শিশুটি তার পরিবারের সঙ্গে ইতালি বেড়াতে গিয়েছিল। শনিবার দেশে ফিরে আসার সময় কোচি বিমানবন্দরে তাঁদের করোনাভাইরাস সংক্রান্ত স্ক্রিনিং হয়। তখনই শিশুটির দেহে ওই ভাইরাসের প্রমাণ মেলে। শিশুটিকে তার পরিবার থেকে আলাদা করে রাখা হয়েছে। 

এদিকে, রবিবার কেরালায় একই পরিবারের ৫ জনের শরীরে করোনোভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে।

কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩ জন সম্প্রতি ইতালি থেকে এদেশে ফিরলেও তাঁরা বিমানবন্দরে সেই কথা জানাননি। তাই বিমানবন্দরে করোনা ভাইরাস সংক্রান্ত স্ক্রিনিংও করা হয়নি তাঁদের।

প্রসঙ্গত, চীন ছাড়া যেসব দেশে করোনার দাপট সবচেয়ে বেশি তার অন্যতম ইতালি। ইতালিতে করোনা-আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার। 

সূত্র : বিবিসি