মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার সরাইল বাজারে নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের পুকুর ম্যানেজিং কমিটির সদস্য ও অন্য শিক্ষকদের না জানিয়ে সভাপতির একক সিদ্ধান্তে লিজ রাখার বিরুদ্ধে এলাকার জনসাধারন ও সাংবাদিকদের সামনে অভিযোগ করেন। প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, প্রতি ৩ বছর পর পর স্কুলের পুকুরটি নিলামের মাধ্যমে সবার সন্মতিতে নিজ রাখা হয়। এবারও পুকুর লিজ রাখার জন্য গত ২১ মে স্কুল অফিস রুমে ম্যানেজিং কমিটির এক সভায় সিদ্ধান্ত হয় যে, যথানিয়মে ব্যাপক প্রচারের মাধ্যমে স্বচ্ছ ভাবে ডাকের মাধ্যমে লিজ রাখা হবে।
কিন্ত প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক নওয়াব আলী ম্যানেজিং কমিটির (২১ মে) সভার সিদ্ধান্তকে তোয়াক্কা না করে ২/১ জন সদস্যকে নিয়ে গোপনে ম্যানেজিং কমিটির সদস্য স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেনের নিকট পুকুরটি লিজ রাখেন। যদিও ম্যানেজিং কমিটির সদস্য নিজ নামে নিলামে অংশ গ্রহনের সুযোগ নাই। তিঁনি আরো বলেন পুকুরটি এবার অনেক লিজ দাতা ৩ বছরে জন্য সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা দিতে আগ্রহী হলেও সভাপতি সেখানে ৫ বছরের জন্য মাত্র ১৮ লক্ষ টাকায় লিজ দিয়েছে। সভাপতির মুঠোফনো পুকুর লিজের বিষয়ে জানতে একাধিক বার ফোন দিলেও সে ফোন রিসিভ করে নাই।