logo
আপডেট : ১২ জুন, ২০১৯ ২০:৪৪
গোবিন্দগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিঞ্জান মেলার উদ্বোধন অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিঞ্জান মেলার উদ্বোধন অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।আজ বিকাল ৩টায় উপজেলা বিডি হলে এ উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র আতাউর রহমান সরকার,থানা অফিসার ইনচার্জ এ,কে এম মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা মধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা সহকারী প্রাথমিক অফিসার বরজাহান আলীর সঞ্চালনায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান,অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,উপজেলা বাস্তহারা লীগের সভাপতি সোহরাব হোসেন,পৌর আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহাম্মেদ এলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।