logo
আপডেট : ১৪ জুন, ২০১৯ ১৩:৩৯
বিএনপির বাজেট প্রতিক্রিয়া বিকালে
নিজস্ব প্রতিবেদক

বিএনপির বাজেট প্রতিক্রিয়া বিকালে

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। জাতীয় সংসদে বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের' শিরোনামে বাজেট পেশ করেন। ৫ বছর পর বাজেট অধিবেশনে যোগ দেয় বিএনপি।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানাবে দলটি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি ঘরানার অর্থনীতিবিদদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

অর্থমন্ত্রীর পেশ করা বাজেট নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্নভাবে বাজেট নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।সংসদ অধিবেশন শেষ করে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিএনপির সংসদ সদস্য ও দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ।

গতকাল পাঁচ বছর পর জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেয় বিএনপি। বৃহস্পতিবার ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সংসদে ছিলেন দলটির নির্বাচিত সংসদ সদস্যরা।

সংখ্যার দিক থেকে কম হলেও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে পুরো বাজেট অধিবেশনে থাকার ইচ্ছা রয়েছে তাদের। বাজেটে জনস্বার্থবিরোধী কিছু থাকলে তা বাদ দেয়ার জোরালো দাবি জানাবেন তারা।

এর আগে ২০১৩ সালের ৭ জুন বাজেট ঘোষণার দিন সংসদে ছিলেন বিএনপির সংসদ সদস্যরা। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। যে কারণে ওই সংসদে দলটির কোনো প্রতিনিধি ছিল না। এবার মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও এ সংসদেই কার্যকর ভূমিকা রাখতে চান তারা।

জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের প্রথম দিন মঙ্গলবারই সংসদে যোগ দেয় বিএনপি। এদিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে অনেকদিন পর সংসদে কিছুটা উত্তাপ ছড়িয়েছিল।

জানতে চাইলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনে আমাদের করণীয় সম্পর্কে সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ বৈঠক হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমাদের নির্দেশনা দিয়েছেন। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আমরা সরব থাকব।

তিনি বলেন, দেশে দুর্নীতির মহা তাণ্ডব চলছে। বালিশ নিয়ে মানুষ আন্দোলন করছে। বিভিন্ন এলাকায় সরকারি বরাদ্দের টাকা লুটপাট হচ্ছে। গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। জনগণের পক্ষে এসব বিষয় সংসদে তুলে ধরব। তবে কতটা পারব জানি না। এক্ষেত্রে স্পিকার আমাদের কতটা সহযোগিতা করে সেটা দেখতে হবে।

হারুন বলেন, ‘চলতি অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। এটা বাজেট অধিবেশন। বাজেটে জনস্বার্থবিরোধী কিছু থাকলে তা জোরালোভাবে প্রতিবাদ জানানো হবে। বাজেট যাতে জনস্বার্থে হয় সেদিকে গুরুত্ব দেয়া হবে।