logo
আপডেট : ১১ এপ্রিল, ২০২০ ১২:২৪
বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিরতণ
অনলাইন ডেস্ক

বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিরতণ

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শনিবার বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় তিনি বলেন, দেশের যেকোন ক্রান্তিকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে শেষ পর্যন্ত থাকবে। লালু বলেন, মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি করোনা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতনও করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আবহবায়ক এ্যাড সাইফুল ইসলাম, যুগ্ম আবহবায়ক ফলজুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এমপির ব্যাক্তিগত সহকারি আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম প্রমূখ।  এ সময় সাড়ে তিনশ’ নারী ও পূরুষের হাতে চাল, ডাল, তেল, সাবানের একটি প্যাকেট তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।